শিরোনাম
কারাকাস, ১১ মার্চ ২০২৩ (বাসস/এএফপি) : হোসে পেকারম্যানের বিতর্কিত বিদায়ের দুই দিন পর ভেনেজুয়েলা ফুটবল দলের নতুন কোচ হিসেবে শুক্রবার নিয়োগ পেয়েছেন আরেক আর্জেন্টাইন ফার্নান্দো বাতিস্তা।
গতকাল এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনের (এফভিএফ) সভাপতি জর্জ গিমিনেজ এই নিয়োগের ঘোষনা দেন। যদিও এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না ৫২ বছর বয়সী বাতিস্তা।
একমাত্র দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে এখনো বিশ^কাপের চূড়ান্ত পর্বে খেলার সৌভাগ্য হয়নি ভেনেজুয়েলার। পেকারম্যানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা বাতিস্তার এটাই প্রথম কোন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ। এ মাসের ২৪ ও ২৮ তারিখে জেদ্দায় সৌদি আরব ও উজবেকিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে ভেনেজুয়েলার ডাগ আউটে দেখা যাবে।
পেকারম্যান ও তার এজেন্ট পাসকুয়াল লেজকানোর বিদায়ের বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজী হননি গিমিনেজ।
আর্জেন্টাইন গণমাধ্যম সূত্রমতে জানা গেছে,বেতন সংক্রান্ত জটিলতার রেশ ধরে পেকারম্যান পদত্যাগ করেছেন। একইসাথে জাতীয় দলের সাথে কাজ করার ক্ষেত্রে খুব একটা স্বস্তিবোধ করছিলেন না অভিজ্ঞ এই কোচ।
ভেনেজুয়েলার সংবাদ মাধ্যমগুলো অবশ্য রিপোর্ট করেছে লেজকানোর দায়িত্বে বেশ কিছু অনিয়মের প্রমান পাওয়া গেছে যা বার্ষিক অডিটে ধরা পড়েছে। যদিও এ ব্যপারে পেকারম্যান কিংবা এফভিএফ প্রকাশ্যে কোন মন্তব্য করেনি।
মাত্র ১৫ মাসের মাথায় ৭৩ বছর বয়সী পেকারম্যান তার দায়িত্ব থেকে সড়ে দাঁড়ালেন। ২০২৬ বিশ^কাপে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে। তার আগে অভিজ্ঞ কোচের বিদায়ে নি:সন্দেহে ভেনেজুয়েলা কিছুটা চাপে থাকবে বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন।