শিরোনাম
লন্ডন, ১১ মার্চ ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : এবারের মৌসুমে তৃতীয়বারের মত প্রিমিয়ার লিগের মাস সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। এর সুবাদে তিনি লিভারপুলের মোহামা¥দ সালাহর রেকর্ড স্পর্শ করেছেন।
২০১৭-১৮ মৌসুমে সর্বোচ্চ সংখ্যক মাস সেরার পুরষ্কার লাভ করেছিলেন মিশরীয় তারকা সালাহ। এবার রাশফোর্ড সেই রেকর্ড স্পর্শ করলেন। সেপ্টেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন রাশফোর্ড। গত মাসে পাঁচ ম্যাচে তিনি চার গোল করেছেন।
এদিকে এনিয়ে দ্বিতীয়বারের মত মাস সেরা ম্যানেজার মনোনীত হয়েছে ইউনাইটেডের এরিক টেন হাগ।
এনিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মত ইংলিশ লিগের মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন রাশফোর্ড। ফেব্রুয়ারির সেরা হতে তিনি পিছনে ফেলেছেন কেলেচি ইহেনাচো, বার্নাড লেনো, এমারসন রয়্যাল, মানোর সোলোমন ও ওলি ওয়াটকিন্সকে। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রাশফোর্ড ২৬ গোল ও ৯টি এ্যাসিস্ট করেছেন। ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মাস সেরা হওয়া ইকে গুনডোগানের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পরপর দুই মাসে সেরা মনোনীত হলেন রাশফোর্ড।
ইউনাইটেড ফেব্রুয়ারিতে অপরাজিত ছিল। এ সময় চার ম্যাচে তারা ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে ইউনাইটেড প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।
সেপ্টেম্বরেও মাস সেরা কোচের পুরস্কার লাভ করা টেন হাগের অধীনে ইএফএল কাপ জয়ের মাধ্যমে ছয় বছরে ইউনাইটেড প্রথম কোন শিরোপা ঘরে তুলেছে।