বাসস
  ১৩ মার্চ ২০২৩, ১৫:৪৪

প্রীতি ম্যাচে জার্মান দল থেকে বাদ পড়লেন মুলার

উল্ফসবার্গ (জার্মানী), ১৩ মার্চ ২০২৩ (বাসস/এএফপি) : পেরু ও বেলজিয়ামের বিপক্ষে এ মাসে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তরুণদের সুযোগ দেবার লক্ষ্যে অভিজ্ঞ ফরোয়ার্ড থমাস মুলারকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জার্মানী ফুটবল দলের  কোচ হান্সি ফ্লিক।
জার্মান স্পোর্টস ম্যাগাজিন কিকারের সাথে আলাপকালে ফ্লিক বলেন, ‘এর অর্থ এই নয় যে ২০২৪ ইউরো থেকে মুলার বাদ পড়েছেন। আগামী দুই ম্যাচে মুলার দলে থাকছেন না। এটা তার সাথে আলোচনা করেই করা হয়েছে। জাতীয় দলে তরুণ খলোয়াড়দের সুযোগ দিতে চাই, ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আগামী ২৫ মার্চ মেইঞ্জে পেরুর মোকাবেলা করবে জার্মানী। এর তিনদিন পর কোলনে বেলজিয়ামকে আতিথ্য দিবে।
৩৩ বছর বয়সী মুলার গত বছর ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলেছেন। ফর্মহীনতার কারনে কাতারে তার পারফরমেন্স নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু বিশ্বকাপের পর আন্তর্জাতিক দায়িত্ব থেকে অবসরের কোন ইঙ্গিত মুলার দেননি। এ সময় মুলার বলেছিলেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে যতদিন খেলার মধ্যে আছি জাতীয় দলের প্রয়োজন পড়লে আমি তাদের সাথে আছি।’
ইউরো ২০২৪’কে সামনে রেখে দলের তরুণদের আরো অভিজ্ঞ করে তোলাই ফ্লিকের মূল লক্ষ্য। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর জার্মানীকে আবারো জয়ের ধারা ফেরাতেই ইচ্ছা পোষন করেছেন ফ্লিক। এ সময় ফ্লিক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাল ফুটবল উপহার দেয়া, ফুটবলের প্রতি প্রতিশ্রুতির প্রমান দেয়া। যখন সবাই দেখবে আমরা জার্মানীর হয়ে খেলার জন্য সর্বোচ্চ দেবার চেষ্টা করছি তখন তাদের মানসিকতারও পরিবর্তন হবে।’