শিরোনাম
দুবাই, ১৩ মার্চ ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : ফেব্রুয়ারিতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। নারী ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রুক।
আজ ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোটিকে পেছনে ফেলে মাস সেরা হন ব্রুক। গত ডিসেম্বরে প্রথম ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক।
গেল বছর সেপ্টেম্বরে টেস্ট অভিষেকের পর দারুণ ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করে চলেছেন ব্রুক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরিতে ডিসেম্বরে আইসিসির সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক। গেল মাসে নিউজিল্যান্ড সফরে দুই টেস্টে ১টি সেঞ্চুরিতে ৩২৯ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এমন পারফরমেন্সে পাকিস্তানের বাবর আজমের পর বিশে^র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দু’বার মাস সেরা হলেন ব্রুক।
তিন মাসের মধ্যে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা পুরস্কার জিতে ব্রুক বলেন, ‘তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সেরা পুরস্কার জেতাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে ভালো খেলতে উৎসাহ ও সমর্থন যুগিয়েছেন।’