শিরোনাম
ওয়েলিংটন, ১৭ মার্চ, ২০২৩ (বাসস) : বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৪৮ ওভার। প্রথম দিন শেষে ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরিতে ২ উইকেটে ১৫৫ রান করেছে নিউজিল্যান্ড।
আজ ওয়েলিংটনে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় শ্রীলংকা। ব্যাট হাতে নেমে দারুন সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও কনওয়ে। ৮৭ রানের জুটি গড়েন তারা। জুটিতে টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির স্বাদ পান কনওয়ে।
লাথামকে ২১ রানে আউট করে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন শ্রীলংকার পেসার কাসুন রাজিথা। লাথামের বিদায়ের পর কেন উইলিয়ামসনকে নিয়ে দলের রানের চাকা ঘুড়িয়েছেন কনওয়ে। সেঞ্চুরির স্বপ্ন দেখা কনওয়েকে ৭৮ রানে বিদায় করেন শ্রীলংকার স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা।
১১৮ রানে ২ উইকেট হারানোর পর নিকোলসকে নিয়ে জুটি বাঁধেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা উইলিয়ামসন। আলো-স্বল্পতার কারনে ৪৮তম ওভারের পর দিনের খেলার ইতি ঘটে। উইলিয়ামসন ২৬ ও হেনরি নিকোলস ১৮ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার রাজিথা ও ডি সিলভা ১টি করে উইকেট নিয়েছেন।
সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের অপরাজিত ১২১ রানের সুবাদে নিউজিল্যান্ড ২ উইকেটে হারায় শ্রীলংকাকে। এতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।