শিরোনাম
ঢাকা, ২১ মার্চ ২০২৩ (বাসস) : সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে কাল শক্তিশালী রাশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী ফুটবল দল। রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে ইতোমধ্যে একটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। গতকাল উদ্বোধনী দিনে সফরকারী ভুটানকে ৮-১ গোলে হারিয়ে দারুন আত্মবিশ্বাসী ব কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। অপরদিকে আগামীকাল রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে রাশিয়া।
সাধারণত সাফের টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের গায়ে ফেভারিট তকমা লাগানো থাকলেও এবার সেটি আর থাকছে না। কারণ শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে আছে রুশ মেয়েরা। ইউরোপের উন্নত ফুটবল খেলার অভিজ্ঞতা সম্পন্ন রাশিয়ান দলটি ফিফা র্যাংকিংয়েও ঢের এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। বাংলাদেশের র্যাংকিং যেখানে ১৪০তম সেখানে রাশিয়ান নারী দলের অবস্থান ২৬তম। যে কারণে দলটির সঙ্গে খেলার অভিজ্ঞতা নেয়ার জন্য মুখিয়ে আছে বাংলাদেশের নারীরা।
ম্যাচটি নিয়ে নিজেদের উচ্ছাসের কথা ইতোমধ্যে প্রকাশ করেছেন স্বাগতিক দলের অধিনায়ক রুমা আক্তার ও সহ-অধিনায়ক জয়নব বিবি রিতা। তারা বলেছেন, ইউরোপের দল রাশিয়ার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে তারা খুবই রোমাঞ্চিত। ম্যাচটি খেলার জন্য তারা মুখিয়ে আছেন।
রুমা বলেন, ‘ইউরোপের দল রাশিয়া । ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আশা করছি ভালো কিছু করবো। ফুটবলে জয় পরাজয় আছে। আমরা লড়াই করবো, জেতার চেষ্টা করবো।’
কোচ গোলাম রব্বানী ছোটনের মতে রাশিয়ার বিপক্ষে হারানোর কিছু নেই বাংলাদেশের। জিতলে হবে বিশাল অর্জন। তিনি বলেন, রাশিয়াকে টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করেছে বলেই আমরা তাদের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। কোনো ইউরোপিয়ার দলের বিপক্ষে প্রথম খেলতে যাচ্ছি। অন্যথায় এমন সুযোগ পাওয়া মুশকিল।’
রাশিয়ার কোচ ইয়েলিনা মেদভেদ প্রতিযোগিতা শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, কেবল ভারত ছাড়া টুর্নামেন্টের বাকি দলগুলো সম্পর্কে তাদের কোন ধারনা নেই। বাংলাদেশ দল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে ট্রফি নিয়ে ঘরে ফেরার আশাবাদ জানিয়েছেন ঠিকই। বলেন, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতিটা দলই চ্যাম্পিয়ন হতে চায়। রাশিয়ায় শিরোপা নিয়ে যেতে চাই।
টুর্নামেন্টে আগামী ২৪ মার্চ ভারত এবং ২৮ মার্চ নেপালের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। পাঁচ জাতির অংশগ্রহনে লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে শীর্ষ পয়েন্টধারী দল শিরোপা লাভ করবে।