শিরোনাম
বার্লিন, ২৪ মার্চ ২০২৩ (বাসস/এএফপি): প্রধান কোচ জুলিয়ান নাগলসম্যানকে বরখাস্ত করতে যাচ্ছে জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার এমন রিপোর্টই করেছে জার্মানির গণমাধ্যমগুলো। বুন্দেসলিগার চ্যাম্পিয়ন ক্লাবটি এবার শিরোপা লড়াইয়ে সংগ্রাম করছে। দৈনিক বিল্ডের রিপোর্টে বলা হয়, নাগলসম্যানের পরিবর্তিত হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন চেলসি ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ থমাস টাচেল।
এমন এক সময় বায়ার্ন কোচ বরখাস্ত করতে যাচ্ছে, যখন পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে ক্লাবটি। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি বরুশিয়া ডর্টমুন্ড। বিষ্ময় জাগানো শিরোপা চ্যালেঞ্জার ইউনিয়ন বার্লিন রয়েছে তাদের চেয়ে মাত্র চার পয়েন্টের দূরত্বে।
বায়ার্নের টানা ১১তম লিগ শিরোপা জয়ের পথে বাঁধার সৃস্টি করেছে গত রোববারের পরাজয়। বায়ার লেভারকুজেনের কাছে ২-১ গোলে হেরে গেছে মিউনিখ জায়ান্টরা। ম্যাচ শেষে দলীয় পারফর্মেন্সে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিক।