বাসস
  ১০ জুন ২০২৩, ১৬:২৫

গোলরক্ষক রিকোর অবস্থা এখনো সঙ্কটাপূর্ণ

মাদ্রিদ, ১০ জুন ২০২৩ (বাসস/এএফপি) : ঘোড়ায় চড়তে গিয়ে গুরুতর আহত প্যারিস সেইন্ট-জার্মেই গোলরক্ষক সার্জিও রিকোর অবস্থা এখনো সঙ্কটাপূর্ণ। মাঝে কিছুটা উন্নতি হলেও আবারো অচেতন অবস্থায় চলে গেছেন, সেভিয়ার হাসপাতাল ভার্জেন ডেল রোসিও সূত্রে  এ কথা জানা গেছে।
২৯ বছর বয়সী রিকোকে দূর্ঘটনার পরপরই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় এবং তার পরিস্থিতি এখনো গুরুতর বলেই হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষন করা হচ্ছে।
আগামী সপ্তাহে নতুন একটি মেডিকেল রিপোর্ট প্রকাশ করার পরিকল্পনা করেছে সেভিয়ার হাসপাতালটি।  
এর আগে মঙ্গলবার ডেল রোসিও সূত্র জানিয়েছিল রিকোর পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যা নিয়ে আশাবাদী হওয়া যায়। চিৎিসকরা ধীরে ধীরে উচ্চ মাত্রার কিছু ঔষুধ কমিয়ে দিয়ে দেখবেন রিকো তাতে কি প্রতিক্রিয়া দেখান। 
গত মাসে ঘোড়ায় চড়তে গিয়ে পিএসজির এই অতিরিক্ত গোলরক্ষক মাথায় প্রচন্ড আঘাত পান। তারপর থেকেই তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। 
শনিবার ক্লেমন্টের বিরুদ্ধে লিগ চ্যাম্পিয়নদের মৌসুমের শেষ ম্যাচে পার্ক ডি প্রিন্সেসের সমর্থকরা পুরোটা সময় রিকোকে শুভকামনা জানিয়ে স্লোগান দিয়েছে।