শিরোনাম
নয়াদিল্লি, ১৫ জুন ২০২৩ (বাসস): ২০ দিনের ক্যাম্পের জন্য শচিন টেন্ডুরকার পুত্র অর্জুন টেন্ডুলকারসহ আরো ১৯জনকে তলব করেছে বিসিসিআই। গণমাধ্যমের রিপোর্টে বলা হয়, পারফর্মেন্স এবং সম্ভাবনার ভিত্তিতে এই খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে।
বহুমাত্রিক গুন সম্পন্ন সেই সব তরুণ খেলোয়াড়দেরকেই বিসিসিআই’র ব্যাঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিন সপ্তাহের ক্যাম্পের জন্য নির্বাচন করা হয়েছে যাদেরকে দ্রুত অল রাউন্ডার হিসেবে অভিজাত স্তরে রূপান্তর করা যাবে।
আগামী আগস্ট মাসে শুরু হবে এই ক্যাম্প।
চলতি বছর অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ (অনুর্ধ্ব- ২৩) ক্রিকেট টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের জন্যও সম্ভাবনাময় ক্রিকেটারদের সন্ধানে নেমেছে বিসিসিআই। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআ’র একটি সুত্র পিটিআইকে বলেন,‘ ন্যাশনাল ক্রিকেট একাডেমির হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষনের ধারনা থেকে এই অল রাউন্ডার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে মাল্টি স্কিল খেলোয়াড়দের গড়ে তোলা হবে।’