শিরোনাম
ঢাকা, ১৯ জুন ২০২৩ (বাসস): বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডা¯িট্রজ লিমিটেডে (কিউট) পৃষ্ঠপোষকতায় আট দলের অংশ গ্রহণে আগামীকাল শুরু হচ্ছে ‘কিউট নারী হ্যান্ডবল লিগ-২০২৩’।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসূমী ইন্ডা¯িট্রজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল। দুপুর ২টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মাদারীপুর হ্যান্ডবল ট্রেণিং সেন্টার এবং আর. এন. স্পোর্টস হোম।
লীগে অংশ নিতে যাওয়া দল গুলো হচ্ছে: ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাব, জামালপুর স্পোর্টস একাডেমী, আর. এন. স্পোর্টস হোম এবং গফুর বেলুচ স্মৃতি সংসদ।