শিরোনাম
বুলাওয়ে, ২৩ জুন ২০২৩ (বাসস) : বিশ্বকাপ বাছাই পর্বে আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। আজ ওমানের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিলেন তিনি।
হাসারাঙ্গার এমন দুর্দান্ত বোলিং পারফরমেন্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওমানকে। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো লংকানরা।
বুলাওয়ের কুইন্স স্পোটর্স ক্লাব মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে শ্রীলংকা। লংকান দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারার তোপে ২০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ওমান। এরমধ্যে কুমারার শিকার ছিলো ৩ উইকেট।
কুমারা-রাজিথার ধাক্কা সামলে পঞ্চম উইকেটে ৫২ রানের জুটি গড়েন ওমানের আয়ান খান ও জতিন্দার সিং। ২১তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে ৩ উইকেট তুলে নেন হাসারাঙ্গা। এরপর আরও ২ উইকেট নিয়ে ওমানকে ৩০ দশমিক ২ ওভারে ৯৮ রানে গুটিয়ে দেন হাসারাঙ্গা।
৭ দশমিক ২ ওভার বল করে ১৩ রানে ৫ উইকেট নেন হাসারাঙ্গা। ৪৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এছাড়া কুমারা ২২ রানে নেন ৩ উইকেট। ওমানের পক্ষে আয়ান ৪১ ও জতিন্দার ২১ রান করেন।
জবাবে হেসেখেলে ৯৯ রানের সহজ টার্গেট স্পর্শ করেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারতেœ। শ্রীলংকা। ১৫ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলেন তারা। ৮টি চারে ৫১ বলে অপরাজিত ৬১ রান করেন করুনারতেœ। ৫টি চারে ৩৯ বলে অপরাজিত ৩৭ রান করেন নিশাঙ্কা। ম্যাচ সেরা হন হাসারাঙ্গা।