শিরোনাম
মাদ্রিদ, ২৭ জুন ২০২৩ (বাসস) : স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মড্রিচ। নতুন চুক্তির ফলে ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকছেন তিনি।
জুনেই রিয়ালের সাথে চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিলো মড্রিচের। গুঞ্জন ছিলো সৌদি আরবের প্রো লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। সব জল্পনার ইতি টেনে আরও এক বছর রিয়ালেই থাকছেন মড্রিচ।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়ালে যোগ দেন ৩৭ বছর বয়সী মড্রিচ। রিয়ালের হয়ে ৪৮৮টি ম্যাচ খেলেছেন তিনি। তিনটি লা-লিগা শিরোপা এবং পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মড্রিচ।
২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে উন্নীত করতে গুরুত্বপুর্ন ভুমিকার স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন মড্রিচ।