বাসস
  ২৭ জুন ২০২৩, ১৯:৩৬

কোচ স্যামির কাছে এটাই ওয়েস্ট ইন্ডিজ দলের চিত্র

হারারে, ২৭ জুন ২০২৩ (বাসস) : জিম্বাবুয়ের পর গতরাতে বিশ^কাপ বাছাই পর্বে নেদারল্যান্ডসের কাছেও হারের লজ্জা পেল দু’বারের বিশ^ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারের ফলে আগামী বিশ^কাপে খেলার পথ অনেক কঠিন হয়ে পড়েছে ক্যারিবীয়দের। সুপার সিক্সে অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য।
জিম্বাবুয়ের কাছে হারের পর হতাশ ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। নেদারল্যান্ডসের কাছে হারের পর স্যামি জানান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের আসল চিত্র ফুটে উঠেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘স্কোরবোর্ডে ৩৭৫ রান, ব্যাটাররা দারুণ করেছে। আমরা ভেবেছি, ৩৭৪ রান আছে, যা যথেষ্ট ছিলো। আশা করেছিলাম বোলাররা নিজেদের কাজটি করবে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা হেরেছি।’
তিনি আরও বলেন, ‘দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম। এরপর হাত থেকে ম্যাচ ফসকে গেছে। এটি আমাদের ক্রিকেটের আসল চিত্র ফুটিয়ে তুলেছে। আমাদের আরও ভাল  করতে হবে।’