বাসস
  ২৮ জুন ২০২৩, ১৮:২৮

সাম্পদোরিয়ার দায়িত্ব নিলেন পিরলো

রোম, ২৮ জুন ২০২৩ (বাসস) : ইতালিয়ান ফুটবল  ক্লাব সাম্পদোরিয়ার কোচ হলেন দেশটির সাবেক ফুটবলার আন্দ্রে পিরলো। দুই বছরের চুক্তিতে দলের দায়িত্ব নিলেন ২০০৬ বিশ^কাপ জয়ী ইতালি দলের সদস্য পিরলো।
গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি সাম্পদোরিয়ার। লিগে ৩৮ ম্যাচের মধ্যে ৩টিতে জয়, ২৫টিতে হার ও ১০টিতে ড্র করেছে দলটি। লিগ টেবিলের তলানীতে থাকায়  সিরি বি’তে নেমে গেছে দলটি।
সাম্পদোরিয়ার বাজে পারফরমেন্সের কারণে কোচের দায়িত্ব হারান দেইয়ান  স্তানকোভিচ। তার জায়গায় দলের দায়িত্ব পেলেন পিরলো।
গেল বছর তুরস্কের ক্লাব ফাতিহ কারাগুমরুকের কোচ ছিলেন পিরলো। তুরস্কের সুপার লিগে কারাগুমরুকে সপ্তম হয়। এতে মৌসুম শেষ হবার আগেই দায়িত্ব থেকে পিরলোকে সরিয়ে দেয়া হয়। এবার নিজ দেশের ক্লাবের সাফল্যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পিরলোকে।