শিরোনাম
লর্ডস, ২৮ জুন ২০২৩ (বাসস) : প্রথম বোলার হিসেবে টেস্টে টানা ১শ ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও।
আজ থেকে লর্ডসে শুরু হওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই রেকর্ডের মালিক হন লিঁও।
বিশে^র ষষ্ঠ ও অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা ১শ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন লিঁও। তবে বিশে^র প্রথম বোলার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন লিঁও।
এর আগে দেশের হয়ে টানা ১শ বা তার বেশি টেস্ট খেলেছেন- ইংল্যান্ডের অ্যালিষ্টার কুক, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার-মার্ক ওয়াহ, ভারতের সুনীল গাভাস্কার, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের। এদের সবাই ছিলেন জেনুইন ব্যাটার।
অস্ট্রেলিয়ার হয়ে ১২১ টেস্টে ৪৯৫ উইকেট আছে লিঁওর। লর্ডস টেস্টে ৫ উইকেট পেলেই বিশে^র অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫শ উইকেট শিকারের মালিক হবেন লিঁও।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ ও পেসার গ্লেন ম্যাকগ্রা ১২৪ ম্যাচে ৫৬৩টি উইকেট নিয়েছেন।
সবচেয়ে বেশি টানা টেস্ট খেলা ক্রিকেটার :
ক্রিকেটার টানা ম্যাচ
অ্যালিষ্টার কুক (ইংল্যান্ড) ১৫৯
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) ১৫৩
মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া) ১০৭
সুনীল গাভাস্কার (ভারত) ১০৬
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ১০১
নাথান লিঁও (অস্ট্রেলিয়া) ১০০*