শিরোনাম
লর্ডস, ৩০ জুন ২০২৩ (বাসস) : লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ে কাফ ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৭তম ওভারে ইনজুরিতে পড়ার পর অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফের কাঁধে ভর করে মাঠ ছাড়েন লিঁও। মাঠ ছাড়ার আগে ১৩ ওভারে ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।
দলীয় ৯১ রানে ইংল্যান্ডের উদ্বোধনী ভাঙ্গেন লিঁও। ৫টি চারে ৪৮ বলে ৪৮ রান করা জ্যাক ক্রলিকে শিকার করেন লিঁও।
লর্ডস টেস্ট দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন লিঁও। বিশে^র প্রথম বোলার হিসেবে টেস্টে টানা ১শ ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়েন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ১২১ টেস্টে ৪৯৫ উইকেট আছে লিঁওর। লর্ডস টেস্টে ৫ উইকেট পেলেই বিশে^র অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫শ উইকেট শিকারের মালিক হবেন লিঁও।