শিরোনাম
লন্ডন, ১ জুলাই ২০২৩ (বাসস) : গতরাতে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট লিগে অনন্য এক রেকর্ড গড়লেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নেন নটিংহামশায়ারের আফ্রিদি। স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে ইনিংসের প্রথম ওভারে চার উইকেট নেয়ার ঘটনা এটাই প্রথম । এর মাধ্যমে রেকর্ড সৃষ্টি করলেন আফ্রিদি।
নিজেদের মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৮ রানে অলআউট হয় নটিংহামশায়ার। এরপর নটিংহামশায়ারের পক্ষে প্রথম ওভার করতে আসেন আফ্রিদি। প্রথম ডেলিভারি ওয়াইড দেন তিনি। এরপর পরপর দুই বলে ২ উইকেট তুলে হ্যাট্টিকের সম্ভাবনা জাগান আফ্রিদি। কিন্ত হ্যাট্টিক পূর্ণ করতে পারেননি আফ্রিদি। ওভারের শেষ দুই বলে আরও দুই উইকেট নেন এই পেসার। ওভার শেষে আফ্রিদির বোলিং ফিগার ১ ওভার ৭ রান ৪ উইকেট।
আফ্রিদির এমন রেকর্ড বোলিংয়ের পরও জিততে পারেনি নটিংহামশায়ার। ২ উইকেটে ম্যাচ হারে নটিংহামশায়ার।
টি-টোয়েন্টিতে প্রথম ওভারে সবচেয়ে বেশি ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন আফ্রিদি। টি-টোয়েন্টিতে প্রথম হলেও ওয়ানডেতে এর আগে প্রথম ওভারে ৪ উইকেট পতন হয়েছে। সেটি করেছিলেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস।
দক্ষিণ আফ্রিকায় ২০০৩ বিশ^কাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারে চার উইকেট শিকার করেছিলেন শ্রীলংকার চামিন্দা ভাস।
প্রথম তিন বলেই হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও এহসানুল হককে শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন ভাস। ওভারের পঞ্চম বলে সানোয়ার হোসেনকে শিকার চতুর্থ উইকেট নেন ভাস। ওয়ানডেতে প্রথম ওভারে চার উইকেট নেয়ার কীর্তিতে এটি এখনও রেকর্ড বইয়ে একমাত্র হয়েই আছে। এবার টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ৪ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে তুললেন আফ্রিদি।