শিরোনাম
জয়পুরহাট, ৩ জুলাই, ২০২৩ (বাসস) : ঈদ আনন্দে ফুটবল খেলা, খুশিতে কেটে যাক বেলা” এ স্লোগানকে সামনে রেখে সরকারি শিশু সদনে বসবাস করা এতিমদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সোমবার সকাল ১০টায় জয়পুরহাটের জেলা প্রশাসকের উদ্যোগে সৌখিন ফুটবল খেলার আয়োজন করা হয়। সরকারি শিশু সদন মাঠে আয়োজিত সৌখিন ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন জেলা প্রশাসন একাদশ ও সরকারি শিশু সদন একাদশ। জেলা প্রশাসন একাদশের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী । সৌখিন ফুটবল খেলায় জেলা প্রশাসন একাদশের পক্ষে খেলোয়াড়দের মধ্যে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম । জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, সরকারি শিশু সদনে এতিম শিশুরা বসবাস করে যারা পিতা-মাতার আদর ¯েœহ থেকে বঞ্চিত। আমরাই এখন তাদের অভিভাবক। তাদের অভিভাবক হিসেবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ সৌখিন ফুটবল খেলার আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক। ফলাফল বিষয় নয়, এতিমদের সঙ্গে ফুটবল খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করায় ছিল একমাত্র উদ্যেশ্য বলেও জানান তিনি। খেলায় জেলা প্রশাসন একাদম ৪-২ গোলে জয়লাভ করে। পরে এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।