শিরোনাম
মাদ্রিদ, ৬ জুলাই ২০২৩ (বাসস/এএফপি) : এ্যাথলেটিকো বিলবাও থেকে ফ্রি ট্রান্সফার সুবিধায় ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। মৌসুমের পরপরই মার্টিনেজের সাথে বিলবাওয়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক ২০২৫ সাল পর্যন্ত কাতালান জায়ান্টদের সাথে চুক্তি করেছেন। এর মাধ্যমে বিনা ট্রান্সফার ব্যয়ে অভিজ্ঞ খেলোয়াড় দলে ভেড়ানোর নীতি অব্যাহত রেখেছে বার্সেলোনা।
এর আগে গত সপ্তাহে একই ভাবে ম্যানচেস্টার সিটি অধিানয়ক ইকে গুনডোগানের সাথে চুক্তি সম্পন্ন করেছে বার্সা। এছাড়া গত গ্রীষ্মে নিজ নিজ ক্লাবের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়া চেলসি ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন ও এসি মিলান মিডফিল্ডার ফ্রাংক কেসিও বার্সেলোনায় এসেছেন।
স্প্যানিশ চ্যাম্পিয়ন এক বিবৃতিতে জানিয়েছে , ‘মার্টিনেজ দুই বছরের চুক্তিতে আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় স্বাক্ষর করেছেন। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।’
রিয়াল সোসিয়েদাদের হয়ে শীর্ষ লিগে সাত মৌসুম খেলার পর ২০১৭ সালে মার্টিনেজ এ্যাথলেটিকে পাড়ি জমান। তাকে ছেড়ে দিয়ে এ্যাথলেটিক বিলবাও ৩২ মিলিয়ন ইউরো আয় করেেেছ। এ্যাথলেটিকের হয়ে মার্টিনেজ ১৭৭ ম্যাচ খেলে আট গোল করেছেন। ২০২১ সালে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ। এছাড়া দুইবার কোপা ডেল রে’র ফাইনালে খেলেছেন।