বাসস
  ১৩ জুলাই ২০২৩, ১৬:০০

ল্যাজিও থেকে মিলিনকোভিচ-সাভিচকে দলভূক্ত করলো আল হিলাল

প্যারিস, ১৩ জুলাই ২০২৩ (বাসস/এএফপি) : সার্বিয়ান মিডফিল্ডার সার্গেই মিলিনকোভিচ-সাভিচকে ল্যাজিও থেকে তিন বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। 
চার বারের এশিয়ান চ্যাম্পিয়ন আল হিলাল গত এক মাসে এনিয়ে তৃতীয় তারকাকে দলে নিল। এর আগে জুনে রুবেন নেভেসকে উল্ফস ও কালিডু কোলিবালিকে চেলসি থেকে দলে ভিড়িয়েছে সৌদি পেশাদার লিগের ক্লাবটি। 
আল হিলাল টুইটার পোস্টে জানিয়েছে ২৮ বছর বয়সী মিলিনকোভিচ-সাভিচ মেডিকেল পরীক্ষার পর অস্ট্রিয়ায় অনুষ্ঠিতব্য প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিবেন। 
স্পেনে জন্ম নেয়া মিলিনকোভিচ-সাভিচ সার্বিয়ান ক্লাব ভোবোডিনার হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এক মৌসুম পর তিনি বেলজিয়ান ক্লাব জেঙ্কে যোগ দেন। ২০১৫ সালে ল্যাজিওতে যোগ দিয়ে ৩৪১ ম্যাচে ৬৯ গোল করেছেন। ল্যাজিও মালিক ক্লডিও লোটিটো বলেছেন আট বছরের ইতালিয়ান ক্যারিয়ারে এই মিডফিল্ডার দলে অনেক পরিবর্তন আনতে সহযোগিতা করেছেন। ২০১৯ সালে ল্যাজিওর হয়ে ইতালিয়ান কাপ জয় করেছেন মিলিনকোভিচ-সাভিচ। গত দুটি বিশ্বকাপে তিনি সার্বিয়াকে প্রতিনিধিত্ব করেছেন।