শিরোনাম
ডোমিনিকা, ১৪ জুলাই ২০২৩ (বাসস) : দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জোড়া সেঞ্চুরিতে ডোমিনিকা টেস্টের দ্বিতীয় দিনই চালকের আসনে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩১২ রান করেছে ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১৬২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত ১০৩ রানে থামলেও, ১৪৩ রানে অপরাজিত আছেন অভিষেক ম্যাচ খেলতে নামা জয়সওয়াল।
ডোমিনিকায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ১৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাট হাতে নেমে প্রথম দিন শেষে বিনা উইকেটে ৮০ রান করে ভারত। রোহিত ৩০ ও জয়সওয়াল ৪০ অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরির দেখা পান রোহিত ও জয়সওয়াল। দশম সেঞ্চুরির স্বাদ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আলিক আথানাজের শিকার হয়ে প্যাভিলিয়েনে ফিরেন রোহিত। ১০টি চার ও ২টি ছক্কায় ২২১ বলে ১০৩ রান করেন তিনি।
ভারতের ১৭তম ও তৃতীয় ওপেনার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন জয়সওয়াল। উদ্বোধনী জুটিতে ২২৯ রান করেন রোহিত ও জয়সওয়াল। এশিয়ার বাইরে ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানে ৪৪ বছরের রেকর্ড ভাঙ্গেন তারা। ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২১৩ রান করেছিলেন সুনীল গাভাস্কার ও চেতন চৌহান।
রোহিতের বিদায়ের পর তিন নম্বরে নামা শুভমান গিল ৬ রানে আউট হন। এরপর তৃতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে অবিচ্ছিন্ন ৭২ রান তুলে দিনের খেলা শেষ করেন জয়সওয়াল। ১৪টি চারে ৩৫০ বলে ১৪৩ রানে অপরাজিত আছেন জয়সওয়াল। ১টি চারে ৩৬ রানে অপরাজিত আছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের আথানাজে ও ওয়ারিকান ১টি করে উইকেট নেন।