বাসস
  ১৪ জুলাই ২০২৩, ১৮:৩৬

রাফির হাত ধরে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশের যুবারা

রাজশাহী, ১৪ জুলাই ২০২৩ (বাসস) : বাঁ-হাতি স্পিনার রাফি উজ্জামান রাফির ঘুর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে  সিরিজে এখন ২-২ সমতা। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০ রানে ও তৃতীয়টি ৪ উইকেটে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডে ১৪ রানে জিতেছিলো বাংলাদেশ।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। শুরুতে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে চাপে ফেলে দেন পেসার রিজান হোসান। ৩০ রানের মধ্যে প্রোটিয়াদের ৩ উইকেটের পতন ঘটান তিনি।
এরপর দক্ষিন আফ্রিকার মিডল অর্ডারে ধস নামান দুই স্পিনার রাফি ও ওয়াসি সিদ্দিকি। বাকী ৭ উইকেট শিকার করেন তারা। এতে ৩৫ দশমিক ২ ওভারে ১২৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বল হাতে ৭ দশমিক ২ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন রাফি। যুব ওয়ানডে ক্যারিয়ারে ১৩ ম্যাচে প্রথমবারের মত ৫ উইকেট নিলেন রাফি। ওয়াসি নেন ২ উইকেট।
১২৯ রানের জবাব দিতে নেমে চাপে পড়ে বাংলাদেশও। ৭৮ রানে ৬ উইকেট হারায় তারা। সপ্তম উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১২৬ বল বাকী রেখে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ জয়ের স্বাদ দেন আশরাফুজ্জামান ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। সমান ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন আশরাফুজ্জামান ও রাব্বি।
এছাড়া আদিল বিন সিদ্দিক ২৫, রিজান ২২ ও নাইম আহমেদ ২১ রান করেন। দক্ষিণ আফ্রিকার লিয়াম আল্ডার ৩ উইকেট নেন।
আগামী ১৭ জুলাই রাজশাহীতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।