বাসস
  ২২ জুলাই ২০২৩, ১৫:০৬
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৫:২৬

মুশফিকের বিধ্বংসী ব্যাটিং, তাসকিনের আগুন বোলিং

হারারে, ২২ জুলাই ২০২৩ (বাসস) : জিম আফ্রো টি-টেন লিগে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ। মুশফিক ২৩ বলে অপরাজিত ৪৬ রান এবং তাসকিন ১১ রানে ৩ উইকেট নিয়েছেন।
গতরাতে হারারে স্পোটর্স ক্লাব মাঠে মুখোমুখি হয় মুশফিকের জোবার্গ বাফেলোজ ও তাসকিনের বুলাওয়ে ব্রেভস। প্রথমে বোলিংয়ে নামা বুলাওয়ের  হলে বল হাতে ইনিংস শুরু করেন তাসকিন। প্রথম ওভারে ৫ রান দিয়ে  ছিলেন উইকেটশূন্য।
পরের ওভারে জোবার্গ বাফেলোজের তিন উইকেট শিকার করেন তাসকিন। ওভারের একে একে তার শিকার হন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ইংল্যান্ডের রবি বোপারা ও দক্ষিণ আফ্রিকার ডেলানো পটগিয়েটার ।
তাসকিনের তোপে শুরুতেই চাপে পড়া জোবার্গ বাফেলোজকে লড়াইয়ে ফেরান ছয় নম্বরে নামা মুশফিক। পাল্টা আক্রমণে ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। শেষ পর্যন্ত ৮টি চারে ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেন মুশফিক। এতে ১০ ওভারে ৭ উইকেটে ১০৫ রানের সংগ্রহ পায় জোবার্গ বাফেলোজ। ২ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট নেন তাসকিন।
জবাবে হাফিজের ঘুর্ণিতে পড়ে ১০ রানে ম্যাচ হারে বুলাওয়ে ব্রেভস। ১০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করে তারা। ২ ওভারে ৪ রানে ৬ উইকেট নেন হাফিজ।