বাসস
  ২৪ জুলাই ২০২৩, ১৪:১৩

গ্লোবাল লিগ: সাকিবের অলরাউন্ড নৈপুন্যে টানা দ্বিতীয় জয় মন্ট্রিয়েলের

ব্রামটন, কানাডা, ২৪ জুলাই, ২০২৩ (বাসস) : সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। গতরাতে মন্ট্রিয়েল টাইগার্স ৭ উইকেটে হারিয়েছে মিসিসাগা প্যান্থার্সকে। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৩৬ রান করেন সাকিব।
কানাডার ব্রামটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে মন্ট্রিয়ল। প্রতিপক্ষের বোলিং নৈপুন্যে বড় স্কোর করতে পারেনি মিসিসাগা প্যান্থার্স। ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রানের লড়াকু সংগ্রহ পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন কানাডার নবনিত ধালিওয়াল।
মন্ট্রিয়েলের কানাডিয়ান  পেসার কলিম সানা ৮ রানে ৩ উইকেট নেন। ৪ ওভারে ২৮ রানে ১ উইকেট নেন সাকিব। ইনিংসের নবম ওভারে পাকিস্তানের আজম খানকে ২৬ রানে লেগ বিফোর আউট করেন সাকিব।
১৪১ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মন্ট্রিয়েল। এরপর উইকেটে আসেন সাকিব। অধিনায়ক অস্ট্রেলিয়ার ক্রিস লিনকে নিয়ে দ্রুত রান তুলেন সাকিব। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৬০ রান তুলেন সাকিব ও লিন। এরমধ্যে সাকিবের অবদান ছিলো ২৪ বলে ৩৬ রান। ৫টি চার ও ২টি ছক্কা মারেন সাকিব।
নবম ওভারে দলীয় ৭২ রানে সাকিব ফিরলেও মন্ট্রিয়েলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লিন। ৪৫ বলে অপরাজিত ৬৪ রান করেন লিন। ম্যাচ সেরা হন মন্ট্রিয়েলের সানা।
এবারের আসরে নিজের প্রথম ম্যাচে সারে জাগুয়ার্সের বিপক্ষে বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করেছিলেন সাকিব।