বাসস
  ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩৬
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০০:১৬

বিজয় মিছিলে গিয়ে আর ফিরেনি শহিদ কিশোর জুবায়েদ


॥ এসকে রাসেল ॥


কিশোরগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২৪ (বাসস): ছেলে ১১টায় বের হয়েছে। খাবারও খায়নি। দুপুরে বাসায় ফিরে খাবার খাবে। তাই দুপুরের খাবার রান্না করে ছেলের অপেক্ষা বসে রয়েছেন মা, ছেলে ফিরলে দুজনে একসাথে খাবার খাবেন। কিন্তু দুপুর গড়িয়ে বিকেলে হলেও ছেলে আর ফিরেনি। অবশেষে তাকে পাওয়া গেলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। সে হারিয়ে গেছে চিরতরে।


বলছিলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আগানগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের নাজির হোসেন ও হোসনে আরা বেগম দম্পতির বড় ছেলে ফার্নিচার মিস্ত্রি কিশোর জুবায়েদ (১৬)-এর কথা। কিশোর জুবায়েদ গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালানোর পর দুপুরে যাত্রাবাড়ি এলাকায় মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হন।


জানা গেছে, ৭ মাস আগে ভালো আয় রোজগারের আসায় বাবা, মা ও ছোট ভাইকে সাথে নিয়ে ঢাকার শনিরআখড়া এলাকায় ভাড়া বাসায় ওঠে কিশোর জুবায়েদ। শনিরআখড়ার ৫ নং গলিতে একটি ফার্নিচারের দোকানে মিস্ত্রির কাজ করতো সে। একই এলাকায় ছোট ভাই জুনায়েদ (১৪)-কে একটি টেইলার্সে দর্জির কাজে দিয়েছিল। বাবা নাজির হোসেন মাঝে মধ্যে রিকশা চালাতেন। এভাবেই চলছিল তাদের সংসার।


জুন মাসে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মাঝে মধ্যে সেই আন্দোলনের মিছিলেও যুক্ত হতেন কিশোর জুবায়েদ। গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে কাজ করার উদ্দেশ্যে ফার্নিচারের দোকানে যান জুবায়েদ। দুপুর ১টায় জোহরের আজান হলে মালিক বলেন বাসায় চলে যেতে। কিন্তু জুবায়েদ বাসায় না গিয়ে চলে যায় বিজয় মিছিলে।

শনিড়আখড়া থেকে যাত্রাবাড়ি এলাকায় গিয়ে মিছিলে যোগ দিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় কিশোর জুবায়েদ। তাকে মিছিলকারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


দুপুর গড়িয়ে বিকেলের মধ্যে অনেকবার ফোন করেন হয় মোবাইলে কিন্তু মোবাইল বন্ধ। বিকেলে দিকে আর অপেক্ষা না করে তার খোঁজ নিতে বের হন মা-বাবা ও ছোট ভাই। আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে জুবায়েদ ছবি দেখন তারা। কিন্তু কোথাও নেই জুবায়েদ। অনেকেই পরামর্শ দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার জন্য। রাতে সেখানে গিয়ে রিসিপশনের ছবি ও নাম দিয়ে খোঁজা হয় তাকে কিছু পাওয়া যায়নি, এমন নামে কেউ ভর্তি হয়নি এখানে। এসময় একজন ছবি দেখে বলেন মর্গে গিয়ে দেখেতে পারেন এমন একটি লাশ মর্গে দেখে এসেছি।


জুবায়েদের ডান চোখে একটি গুলি লেগে মাথার পিছন দিক দিয়ে বেড় হয়ে গেছে। এছাড়াও শরীরে অসংখ্য গুলির ক্ষত রয়েছে। পরে রাত সাড়ে ১১টার দিকে মর্গে গিয়ে এক কোণে জুবায়েদের মরদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন।


দেশ যখন স্বৈরাচার মুক্তির আনন্দে ভাসছে জুবায়েদের পরিবার তখন ভাসছে চোখের জলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই বাড়িতে আনা হয় জুবায়েদের মরদেহ। পরেরদিন পারিবারিক তাকে কবরস্থানে দাফন করা হয়।


সরেজমিনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় জুবায়েদ মা হোসনে আরা বেগম (৩৬), ছোট ভাই জুনায়েদ (১৪) ও তার নানা বাচ্চু মিয়া (৬২)-এর সাথে।


এমসয় কথা বলতে গিয়ে কান্নার ভেঙে পড়েন জুবায়েদের মা হোসনে আরা বেগম। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোসল করে সকালের খাবার না খেয়েই কাজের উদ্দেশ্যে দোকানে যায় জুবায়েদ। সকালে খেয়ে যায়নি তাই দুপুরের খাবার রান্না করে খাবার নিয়ে বসে ছিলাম জুবায়েদের জন্য।


 দুপুরে গড়িয়ে বিকেলেও সে না এলে ৪টার দিকে জুবায়েদকে খুঁজতে বাহির হই। এরমধ্যে তার মোবাইলেও অনেক বার ফোন করা হলেও মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। আশপাশের অনেক হাসপাতাল ও ক্লিনিকে তাকে খোঁজা হয় কিন্তু পাওয়া যায়নি। পরে ঢাকা মেডিকেল মর্গে গিয়ে মরদেহ পাওয়া যায়।


তিনি বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এছাড়াও আরও যারা এই আন্দোলনে শহিদ হয়েছে তাদের পাশে যেনো বর্তমান সরকার দাঁড়ায় সেই দাবিও জানাই।


জুবায়েদের ছোট ভাই জুনায়েদ বলেন, ভাইয়া আমাকে অনেক আদর করতেন। পরিবারের অভাবের জন্য ভাইয়া ক্লাস সেভেন পর্যন্ত ও আমি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করি। ৫ আগস্ট দুইটার দিকে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এই খবর শুয়ে শুয়ে মোবাইলে খবর দেখছিলাম। পরে আম্মার চাপাচাপিতে বিকেলে ৪টার দিকে ভাইয়ে খোঁজে বাহির হই। পরে ৭টার দিকে আশপাশে হাসপাতালে খোঁজ করেও পাইনি। রাত সাড়ে ১১টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ দেখে কাউন্টারে গিয়ে ২০ টাকায় টিকেট নিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসি। বাড়িতে লাশ আনতে ভোর ৪টা বেজে যায়। পরে জানাজা শেষে ভাইয়ার মরদেহ এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভাইয়ার ডান চোখে একটি গুলি লেগে মাথার পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। এছাড়াও শরীরে অসংখ্য গুলির ক্ষত ছিল। জানাজা নামাজের গোসলের সময় রক্তে খাটিয়া ভিজে গেছে। আমার ভাইকে যারা গুলি করে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।


জুবায়েদের নানা বাচ্চু মিয়া (৬২) জানান, আমার মেয়ে দুই সন্তান নিয়ে আমার বাড়িতেই থাকতো। সাত মাস আগে জুবায়েদ মা, বাবা ও ছোট ভাইকে নিয়ে ঢাকার শনিরআখরায় যায় কাজের জন্য। সেখানে একটি ফার্নিচারের দোকানে কাজ নেয় জুবায়েদ। অভাবের সংসারের বেশি লেখাপড়া করতে পারেনি জুবায়েদ। কাজ করেই পরিবার নিয়ে চলতো।

জোবায়েদ নিহত হওয়ার কয়েকদিন আগেও ফোন করে আমাকে বলেছিল সে মিছিলে গেছে। আমি ফেনে তাকে মানা করেছিলাম যে আমরা গরীব মানুষ কাজ করে খেতে হয় মিছিল মিটিংয়ে গিয়ে আমাদের কি হবে। জুবায়েদের মৃত্যুর পর তার পরিবারের সবাই বাড়িতে চলে এসেছে। জুবায়েদকে হারিয়ে তারা দিশেহারা। সরকার যদি জুবায়েদের ছোট ভাই জুনায়েদকে একটি চাকরির ব্যবস্থা করে দিতো তাহলে তাদের জন্য ভালো হতো। জুবায়েদের মৃত্যুর পর জামায়াতে ইসলামীর পক্ষ ২ লাখ ও বিএনপির পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে।


শনিরআখড়ার রাসেল ফার্নিচারের স্বত্বাধিকারী রাসেল মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, জুবায়েদ ছয় মাস আগে আমার ফার্নিচারের দোকানে কাজে নেয়। সে আনেক নম্র-ভদ্র ছেলে ছিল। ৫ আগস্ট জোহরের আজান হলে আমি নামাজে চলে যাই। তখন জুবায়েদকে বলি বাসায় যাওয়ার জন্য কিন্তু সে বাসায় না গিয়ে যাত্রাবাড়ি এলাকায় মিছিলে চলে যায়। তার মৃত্যুতে আমি অনেক কষ্ট পেয়েছি। জুবায়েদ হত্যার বিচার দাবি করেন তিনি।