শিরোনাম
প্রতিবেদন : মহিউদ্দিন সুমন
টাঙ্গাইল, ২০ ডিসেম্বর (বাসস) : ‘আমিতো কিছুই দেখতে পারছিনা, আমাকে কেউ একটু সাহায্য করবেন’? এ কথা বলেই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যাওয়ার পর আর কিছু জানে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখ হারানো নবম শ্রেণির ছাত্র হিমেল।
হিমেলের স্বপ্ন ছিল লেখা পড়া শেষ করে ভাল একটা চাকুরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার। সেই আশায় বুক বেঁধে প্রবল আগ্রহ নিয়ে লেখা পড়াও চালিয়ে যাচ্ছিলেন মেধাবী ছাত্র হিমেল(১৭)। পুলিশের ছোঁড়া অসংখ্য গুলি তার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। দু’টি চোখ হারিয়ে অচল অবস্থায় জীবনযাপন করছেন তিনি এখন। বর্তমানে চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে চোখেমুখে যেন অন্ধকার দেখছে তার পরিবার।
গণ-অভ্যুত্থানের সেই উত্তাল সময়ে গত ৪ আগস্ট বিকেল তিনটার দিকে ছাত্র-জনতার সঙ্গে হিমেলও মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার সামনে মহাসড়কে অবস্থান নেয়। এই সময় পুলিশ হঠাৎ গুলি ছুঁড়তে শুরু করে। প্রথমে হিমেলের শরীরে রাবার বুলেট এসে লাগে। এরপরও তিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকলে তার পুরো মুখ মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় প্রায় দেড়শতাধিক ছররা গুলি লাগে। এ সময় তার ৫টি দাঁতও ভেঙ্গে যায়। জ্ঞান হারিয়ে পিচ ঢালা রাস্তায় লুটিয়ে পড়েন হিমেল। পরে স্থানীয় লোকজন এ্যাম্বুলেন্সে করেতাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পারিবারিক সূত্রে জানা যায়, টাঙ্গাইল শহর থেকে ৪০ কিলোমিটার দূরে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের আফাজদ্দিন ও নাসিমা বেগম দম্পতির ছোট ছেলে হিমেল। বড় ছেলে জনি (২৪) এসএসসি পাস করার পর আর লেখা-পড়া করেনি। সংসারে হাল ধরতে বর্তমানে তিনি একটি সূতার মিলে শ্রমিক হিসেবে কাজ করছেন। তার উপার্জিত অর্থে এখন হিমেলদের সংসার চলে।
সম্প্রতি সরেজমিনে হিমেলদের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির সামনে বন্ধুকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তাকে সাথে নিয়ে বাড়িতে ঢুকতেই চোখে পড়লো তিন শতাংশ জমির ওপর কাঁচা ২টি দোচালা টিনের ঘরের। সেখানেই এই পরিবারের বসবাস। সাংবাদিক পরিচয় পেয়ে হিমেলের মা নাছিমা বেগম (৪২) ঘর থেকে বেরিয়ে আসেন। এই প্রতিবেদককে একটি চেয়ার এনে বসতে দেন। এর পর বিস্তারিত কথা হয় তাদের সঙ্গে।
এ সময় হিমেলের মা নাছিমা বেগম (৪২) জানান, সেদিন বিকেলে প্রথমে হিমেলকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হিমেলের চোখের অপারেশন করানো হয়। এরপর ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণেএকমাস চিকিৎসা সেবা দেয়া হয় হিমেলকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ তাকে আবার সিএমএইচ হাসপাতালে পাঠান। সেখান থেকে আবার জাতীয় চক্ষু ইন্সটিটিউট হাসপাতালে পাঠানো হয় হিমেলকে।
সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেনতিনি।
চোখের চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করার পর আমাদের জানিয়ে দিয়েছেন, গুলিতে তার দুটি চোখই অন্ধ হয়ে গেছে। তবে বাম চোখে মাঝে মাঝে আলোর ঝলকানি দেখতে পাওয়ায় দেশের বাইরে নিয়ে চিকিৎসা করালে কিছুটা ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অনেক টাকার প্রয়োজন। এত অর্থ কোথায় পাবে এই চিন্তায় পরিবারটি এখন দিশেহারা।
ঢাকাতে দীর্ঘদিন চিকিৎসার পর গত ৬ অক্টোবর হিমেলকে নিয়ে বাড়িতে ফিরেছেন তার মা নাসিমা বেগম।
নাসিমা বেগম আরও বলেন, হিমেলের আজ নবম শ্রেণিতে ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল। আমার স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল। আগামী বছর এসএসসি পরীক্ষায় হিমেল আর অংশগ্রহণ করতে পারবে না। এ কথা মনে পড়লে চোখের পানি আর ধরে রাখতে পারিনা।
ডাক্তার বলেছেন, চোখে বুলেট লাগার কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে হিমেল। হিমেলের চিকিৎসার জন্য সহায়তা দরকার। আমি দরিদ্র মানুষ, কীভাবে সংসার চালাব আর ছেলের চিকিৎসা খরচ মেটাবো। এই নিয়ে দুশ্চিন্তায় আছি। একদিকে হিমেলের চিকিৎসার খরচ, অন্যদিকে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি।
সরকার ও শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সারজিস আলমের কাছে তাদের আবেদন হিমেলকে যেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা করা হয়।
আর্থিকভাবে কি রকম সাহায্য পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ১ লক্ষ টাকা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং বিএনপির পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান পেয়েছি। কিন্তু সেই টাকা ফুরিয়ে গেছে। এখন আর চিকিৎসা করাতে পারছি না।
অভাব অনটনের সংসারে হিমেলের চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবন যাপন করছে হিমেলের পরিবারটি।
সে দিনের দুঃসহ স্মৃতির কথা উল্লেখ করে দু’চোখ হারানো হিমেল জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনের মহাসড়কে অবস্থান করছিলাম। এ সময় পুলিশ হঠাৎ ছররা গুলি ছুঁড়তে থাকে। মাথায় ৩৫০টির মতো ছররা গুলি লাগে। গুলি লাগে চোখেও। এই আঘাতেই দৃষ্টিশক্তি হারিয়েছি। শরীরেও অসংখ্য গুলি লেগেছে। হঠাৎ করেই যেন অন্ধকার হয়ে গেছে আমার জীবন। দিন-রাত এখন আমার কাছে সমান। রাতে ঠিকমত ঘুম হয় না। দিন রাত চুলকানি ও যন্ত্রণায় কাতরাই।
অন্ধ হিমেল বলেন, আমার তো কোন দোষ ছিল না। আমি গরীব পরিবারের সন্তান। পুলিশ অন্যায় ভাবে আমার দিকে গুলি ছুঁড়েছে। পুলিশের গুলিতে দ’ুটি চোখ হারিয়েছি। আমার ডান চোখ পুরো অন্ধ হয়ে গেছে। তবে বাম চোখে মাঝে মাঝে আলোর ঝলকানি দেয়। ডাক্তার বলেছে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারলে আল্লাহ চাইলে কিছুটা আলো ফিরে আসতে পারে। এ জন্য ১০ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন। আমার দরিদ্র পরিবারের পক্ষে এ খরচ বহন করা সম্ভব নয়।
তিনি আরও জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক সারজিস আলমসহ অন্যান্য সমন্বয়কের সাথে কথা হয়েছিল। তারা বলেছিলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হবে। তো সেটাও তো হচ্ছে না।
হিমেল বলেন, আমার আর কোন ইচ্ছে নেই, শুধু মাত্র দৃষ্টি শক্তি ফিরে পেয়ে পৃথিবীর আলো দেখতে চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের অন্যতম সমন্বয়ক আল আমিন বলেন, ‘আমরা হিমেলের বিষয়টি জানার পরে আর্থিকভাবে সহযোগিতার ব্যবস্থা করে দিয়েছি। চোখের চিকিৎসার জন্য হিমেলকে দেশের বাইরে পাঠানোর ব্যাপারে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ছাত্র-জনতা জীবন দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। দেশে যেন আর কখনো এরকম ‘ফ্যাসিস্ট’ সরকার না আসে। আমরা চাই দেশের মানুষ নিরাপদ থাক। সকলের অধিকার নিশ্চিত হোক। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পাশে থাকবে এটাই আমার একমাত্র প্রত্যাশা।
গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন খাতুন বলেন, হিমেল গোড়াই উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে পড়াশুনা করতো। ছাত্র হিসেবে ছিল অত্যন্ত মেধাবী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে দুটি চোখের দৃষ্টি শক্তি হারিয়েছে। হিমেলের চোখের উন্নতর চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া প্রয়োজন। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। সরকার যদি দেশের বাইরে পাঠিয়ে হিমেলকে উন্নত চিকিৎসা প্রদানে সহযোগিতা করে, অন্তত একটি চোখও তার ভাল হয়। তাহলে সে তার বাবা-মার বোঝা হয়ে থাকবে না। নিজে চলে ফিরে খেতে পারবে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম বাসসকে বলেন, আমি নতুন যোগদান করেছি। এসে যতটুকু জানতে পেরেছি হিমেলের পরিবারটি খুবই অসহায় ও দরিদ্র। গণ-অভ্যুত্থানের পর হিমেলের পরিবারকে আর্থিক ভাবে কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। শুধু হিমেল নয়, এ উপজেলায় যারা আহত হয়েছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে আমাদের। সরকারি কোন অনুদান এলে আবারও তাকে সহযোগিতা করা হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, শুধু হিমেল নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে যারা গুরুতর আহত অবস্থায় আছে প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসাব্যয়ে যতটুকু সম্ভব সাহায্য ও সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।