শিরোনাম
ঢাকা, ৯ মার্চ, ২০২৪ (বাসস) : তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্যদের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১ ঘন্টা বিরতিতে ভোটগ্রহণ চলে।
মোট ২ হাজার ৪৯৪ জন ভোটারের মধ্যে ২ হাজার ২৩৫ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার প্রায় ৯০ শতাংশ। সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।
ঢাকার ভোটারগণ রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এবং চট্টগ্রামের ভোটাররা নগরীর খুলশীর স্থানীয় অফিসে ভোট দেন। ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ১ হাজার ৮৪৮ এবং চট্টগ্রামে ৪৬২ ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোট প্রদান করেন।
এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭০ প্রার্থী। দুইটি প্যানেল ফোরাম ও সম্মিলিত পরিষদ থেকে তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন। ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফয়সাল সামাদ এবং সম্মিলিত পরিষদ প্যানেলের নেতৃত্বে রয়েছেন এস এম মান্নান।