বাসস
  ৩০ জুন ২০২৪, ১৮:০০

প্রথম এপিএ স্বাক্ষর করলো বিপিপিএ

ঢাকা, ৩০ জুন, ২০২৪ (বাসস) : পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে।
আজ রোববার শেরেবাংলানগর আইএমএডির সম্মেলন কক্ষে বিপিপিএর পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোহেলের রহমান চৌধুরী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষে আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এ চুক্তি স্বাক্ষর করেন।
সরকারি কাজে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৫-১৬ অর্থবছর হতে দপ্তর বা সংস্থা পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ প্রবর্তন করে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশে সরকারি ক্রয় সম্পর্কিত পরিবেশের সার্বিক উন্নতি ও এক্ষেত্রে পেশাদারিত্বকে আরও এগিয়ে নিতে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটকে (সিপিটিইউ) বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তর করে সরকার। একটি অথরিটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা অনুসারে বিপিপিএ ও আইএমইডির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রথমবারের এপিএ স্বাক্ষরিত হলো।
২০২৪-২৫ অর্থবছরের জন্য স্বাক্ষরিত এপিএর আওতায় বিপিপিএ গুরুত্বপূর্ণ যেসব কাজ করবে সেগুলোর মধ্যে রয়েছে- ১২টি ক্রয়কারী সংস্থার ক্রয় চুক্তির ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ, ই-জিপিতে ১ লাখ ১৬ হাজার দরদাতার নিবন্ধন সম্পন্ন করা, তিন সপ্তাহের ক্রয় প্রশিক্ষণে অংশগ্রহণকারীর পুঞ্জিভূত সংখ্যা ১২ হাজার ৮০০,  সপ্তাহব্যাপী ৪ হাজার ২০০ এবং দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীর মোট সংখ্যা ৯ হাজারে উন্নীত করা, দরদাতা ডাটাবেইজে ১৫ হাজারে নিবন্ধিত দরদাতার তথ্য যুক্ত করা, টেকসই সরকারি ক্রয়ের পাইলটিংসহ অন্যান্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়