বাসস
  ১৫ জুলাই ২০২৪, ১৮:১৬

দিনাজপুরে টিসিবি‘র পণ্য বিক্রি শুরু

দিনাজপুর, ১৫ জুলাই ২০২৪ (বাসস) : জেলার ১৩টি উপজেলায় আজ থেকে পারিবারিক কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার থেকে বিক্রি শুরু হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য  তেল,ডাল ও চাল।
জেলায় টিসিবি’র কর্মকর্তা ফজলে হাসান আজ জানান, জেলার ১৩ টি উপজেলা এবং ৯ টি পৌরসভায় তালিকাভুক্ত কার্ডের মাধ্যমে দুইলাখ ৮০ হাজার ৮২০ টি পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য স্বল্পমূল্যে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় পারিবারিক কার্ডের মাধ্যমে ৪৭০ টাকায় পাঁচ কেজি চাল, দুইকেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে। আগামি ১৮ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত টিসিবি’র এ কর্মসূচি চলবে।