বাসস
  ১১ আগস্ট ২০২৪, ১৫:৪৭
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৫:৪৮

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বিসিআই

ঢাকা, ১১ আগস্ট, ২০২৪ (বাসস): নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হওয়ায় বিসিআই আপনাকে (ড. ইউনূস) অভিনন্দন জানাচ্ছে। স্বাধীন দেশের মূল নীতি হচ্ছে- শিল্পায়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন।’
তিনি বলেন,সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের মতো বিশ্বখ্যাত অর্থনীতিবিদকে পেয়ে বিসিআই শুধু গর্বিতই নয়,সম্মানিতও বটে।
তিনি আরো বলেন,‘আমরা তরুণ ও ছাত্র নেতৃত্বে বিশ্বাস করি। আমরা আশা করছি, ড. ইউনূস ও তাঁর অভিজ্ঞতার হাত ধরে বাংলাদেশের অর্থনীতি বিশ্বে অনুকরণীয় হয়ে উঠবে।’