বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩২

টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল রোববার থেকে সারা দেশে শুরু হচ্ছে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম। 
সাশ্রয়ী মূল্যে সারা দেশের নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে দেওয়া হবে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল।
আজ শনিবার টিসিবির এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।  
এতে বলা হয়েছে, কার্ডধারী এক কোটি পরিবার সারা দেশের সিটি করপোরেশন, জেলা উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দেকান বা তাদের নির্ধারিত স্থায়ী স্থাপনা (বিক্রয়কেন্দ্র) থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল কিনতে পারবেন।