বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০১

জিএনআই ও মূল্যস্ফীতির আগের হিসাব খতিয়ে দেখবে শ্বেতপত্র কমিটি : দেবপ্রিয়

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): দেশের অর্থনীতির ওপর খসড়া শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের মোট দেশজ উৎপাদন  জিডিপি এবং মোট জাতীয় আয় (জিএনআই) ও মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর গণনা তদন্ত করবেন। 
আজ রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘বিস্তৃত পরিসরে  আমরা শনাক্ত করেছি, খুবই দুর্বল ভিত্তির উপর নির্ভর করে সূচকগুলো করা হয়েছিল।’ 
তিনি উল্লেখ করেন যে অনেক সময়ে যে কর্মকর্তারা প্রাক্কলন তৈরি করেছিলেন তারা প্রায়শই বিগত সরকারের চাপে অসহায় বোধ করেন। ‘কর্মকর্তারা আমাদের বলেছেন, তারা এই অনুমান দিতে বাধ্য হয়েছিলেন।’ 
কমিটি অর্থনীতি সম্পর্কিত পরিসংখ্যান এবং ডেটা নিয়ে কাজ করে এমন ২৪টি সংস্থার সরকারী কর্মকর্তাদের সাথে বসার পর এই ব্রিফিং করা হয়।  
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) একজন বিশিষ্ট ফেলো এবং এসডিজি বাংলাদেশের জন্য নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় বলেছেন, তারা অতীতে জাতীয় আয় এবং মূল্যস্ফীতির হার কিভাবে অনুমান করা হয়েছিল তা দেখবেন।
তিনি বলেন, ‘আমরা এই দুটিকে নমুনা আইটেম হিসাবে নেব এবং আরও গভীরভাবে অনুসন্ধানের চেষ্টা করব।’ 
বিশিষ্ট অর্থনীতিবিদ আরও উল্লেখ করেন, কমিটি সমস্যার মাত্রা এবং এর বৈশিষ্ট্যগুলো খতিয়ে দেখবে।
তিনি বলেন, ‘আমরা গ্রাউন্ড জিরো খুঁজে বের করছি, গ্রাউন্ড জিরো থেকে বিল্ডিং তৈরি করা সম্ভব হবে, আমরা বোঝার চেষ্টা করছি ভবন নির্মাণ করা সম্ভব হবে কি না।’