বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৬

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

ঢাকা, ২০  সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে নতুন করে সুদের হার কমানোর সম্ভাবনায় স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় শুক্রবার মূল্যবান ধাতুটির দাম রেকর্ড বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি ২,৬০৯ ডলার ছাড়িয়েছে।  
হংকং থেকে সিনহুয়া জানায়, ফেডারেল রিজার্ভ মহামারী শুরু হওয়ার পর প্রথমবারের মতো ধারের সুদের হার কমানো এবং আরো কমবে বলে ইঙ্গিত দেয়ার দুই দিন পর স্বর্ণের মূল্য রেকর্ড বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি ২,৬০৯ ডলার ছাড়িয়েছে।