বাসস
  ০৩ অক্টোবর ২০২৪, ২০:৩৯

আয়কর আইন সংস্কারে ৭ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে এনবিআর

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৪ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইনের বিধানগুলোকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে আয়কর আইন সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে।
এনবিআর সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলম বাসসের সাথে আলাপকালে জানান, কর কমিশনার ইখতিয়ারউদ্দিন মোঃ মামুনের নেতৃত্বে সাত সদস্যের কমিটি আয়কর আইন, বিধিমালা, সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশগুলো বিশ্লেষণ করবে এবং সংস্কারের পরামর্শ দেবে।
টাস্কফোর্স আয়কর আইনের বিধান ও বিধি প্রয়োগের প্রভাবও পরীক্ষা করবে বলে তিনি জানান।
তিনি বলেন, প্যানেলটি বিভিন্ন খাতে এনবিআর কর্তৃক প্রদত্ত কর অব্যাহতি পর্যালোচনা এবং সংস্কারের সুপারিশ করবে।