বাসস
  ০২ নভেম্বর ২০২৪, ২১:২০

বুখারার উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান

ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ (বাসস): উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম উজবেকিস্তানের বুখারা অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দকে বাংলাদেশ থেকে বিশ্বমানের তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ আমদানির আহ্বান জানিয়েছেন।

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নরের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বুখারা অঞ্চলের গভর্নর জারিপভ বাতির কামিলোভিচের মধ্যে বৈঠকের সময় এই আহ্বান জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রদূত ইসলাম বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের ওপর জোর দেন এবং এই সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি জোর দিয়ে বলেন, বুখারা একটি প্রসিদ্ধ সিল্ক রোড কেন্দ্র হিসেবে দ্বিপক্ষীয় বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটনকে শক্তিশালী করতে উল্লখযোগ্য অবদান রাখতে পারে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, বুখারার সম্মানিত স্থানগুলো যেমন ইমাম বুখারীর জন্মস্থান এবং বাহাউদ্দিন নকশবন্দীর মাজার বাংলাদেশী পর্যটকদের কাছে অত্যন্ত আগ্রহের বিষয়।

তিনি বলেন, একইভাবে বাংলাদেশের দর্শনীয় গন্তব্য যেমন কক্সবাজার, সুন্দরবন এবং হযরত শাহ জালাল (র.) এর মাজার, উজবেকিস্তানের পর্যটকদের আকৃষ্ট করতে পারে।

রাষ্ট্রদূত বন্ধুত্ব ও মানুষে-মানুষে সম্পর্ক জোরদারে বুখারার সঙ্গে বাংলাদেশের অনুরূপ একটি শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের প্রস্তাব করেন।

গভর্নর জারিপভ বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক, সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন।

তিনি ভবিষ্যতে বুখারায় বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফরের পরামর্শ দেন এবং একটি ‘সিস্টার সিটি’ সহযোগিতা প্রতিষ্ঠায় তার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বুখারার টেক্সটাইল, কার্পেট এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে পৃথক বৈঠক করেন এবং বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির কৌশল নিয়ে মত বিনিময় করেছেন।