শিরোনাম
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৪ (বাসস): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার দুই কার্গো এলএনজি, ৫০ হাজার মেট্রিক টন গম, ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ৩০ হাজার টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
খাদ্য মন্ত্রনালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে, সরকার সিঙ্গাপুরের এমএস এগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল পিটি লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রায় ১৮০ কোটি ৮২ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় করবে। প্রতি মেট্রিক টন গমের মূল্য হবে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার।
খাদ্য মন্ত্রনালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, সরকার ভারতের এমএস পট্টাভী এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রায় ২৮৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয় করবে। প্রতি মেট্রিক টন চালের দাম হবে ৪৭৭ মার্কিন ডলার।
শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরে চতুর্থ লটে কাতারের মুনতাজাত থেকে প্রায় ১৪০ কোটি ২৮ লাখ টাকা দিয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। প্রতি মেট্রিক টন সারের দাম ৩৮৯ দশমিক ৬৭ মার্কিন ডলার।
জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সরকার সুইজারল্যান্ডের এমএস টোটালএনার্জিস গ্যাস এন্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে প্রায় ৬১৮ কোটি ৮৯ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। এর প্রতি একক এলএনজির মূল্য হবে ১৩ দশমিক ১২ মার্কিন ডলার।
জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, সরকার সিঙ্গাপুরের এমএস গানভর সিঙ্গাপুর পিটি লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে প্রায় ৬৩৫ কোটি ৪৪ লাখ টাকা দিয়ে এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি একক এলএনজির দাম হবে ১৩.৪৭ মার্কিন ডলার।