শিরোনাম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৪ (বাসস): সিঙ্গাপুর-চীন যৌথ মালিকানাধীন কোম্পানি চিক উইংস (বিডি) লিঞ্জারি কোং লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বেপজা ইজেড) একটি গার্মেন্টস উৎপাদন শিল্প প্রতিষ্ঠা করতে ১৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) আজ রাজধানীর বেপজা কমপ্লেক্স এ বিষয়ে কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মোঃ আশরাফুল কবির এবং চিক উইংস (বিডি) লিঞ্জেরি কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিজুয়ান চেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিদেশী প্রতিষ্ঠানটি বছরে ৩০ মিলিয়ন পিস ব্রিফ, আন্ডারগার্মেন্টস, স্লিপ, বক্সার, শর্ট, ক্যামিসোল, ব্রা এবং ভেস্ট তৈরি করবে। প্রতিষ্ঠানটি ৩ হাজার বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিশেষ করে বেপজা ইজেডে বিনিয়োগের জন্য চিক উইংস (বিডি) কে ধন্যবাদ জানান এবং ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) এ এন এম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ প্রচার) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খোরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) এএসএম মো. জামশেদ খোন্দকার ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ এন্টারপ্রাইজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, বেপজা ইজেড, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত, বেপজার সবচেয়ে বড় উদ্যোগ। চিক উইংস (বিডি) সহ প্রায় ৩৬টি কোম্পানি এই অঞ্চলে শিল্প স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে, যার মোট প্রস্তাবিত বিনিয়োগ ৮৬৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান ইতিমধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।