শিরোনাম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরু হওয়ায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এতে আশা প্রকাশ করা হয়, এফটিএ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারে সহায়ক হবে।
সোমবার বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো ইউ-সে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতকালে এই আশা প্রকাশ করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র সচিব অন্তর্র্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগের বিষয়ে ব্রিফ করেন এবং অভিজ্ঞতা বিনিময় ও সিঙ্গাপুরের প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।
তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের তত্ত্বাবধানে সিঙ্গাপুরের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র সচিব দেশের দক্ষিণাঞ্চলে বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থানের বিরূপ প্রভাব সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন।
তিনি আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন।