শিরোনাম
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৪ (বাসস) : ঝামেলা এড়াতে করদাতাদের অনলাইনে তাদের ভ্যাট রিটার্ন জমা দিতে সহায়তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ।
এনবিআর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা অত্যন্ত সহজ। কাগুজে ভ্যাট রিটার্ন দাখিল করলে রিটার্নের তথ্য ভ্যাট অনলাইন সিস্টেমে কিংবা ভ্যাটদাতাদের সংরক্ষণে না-ও থাকতে পারে যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। এমতাবস্থায় এনবিআর ভ্যাটদাতাদের অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকল ভ্যাট কমিশনারেট, বিভাগীয় অফিস এবং সার্কেল অফিসে রিটার্ন জমা দেওয়ার সময় প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন ভ্যাটদাতারা । ভ্যাটদাতাগণ সংশ্লিষ্ট ভ্যাট অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন।
এছাড়া অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে ভ্যাটদাতারা একটি আধুনিক ও স্বয়ংক্রিয় ভ্যাট ব্যবস্থা নির্মাণে অবদান রাখবে বলে এনবিআর আশা করছে ।