শিরোনাম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন তারা এস আলম গ্রুপ এবং বেক্সিমকোর মতো কোম্পানি নয়, ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কারণ এই কোম্পানিগুলিকে জাতীয় সম্পদ হিসাবে বিবেচনা করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে অপরাধের জন্য এস আলম গ্রুপের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপ ও বেক্সিমকোর মতো কোম্পানি বন্ধ করবে না।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
মাসুদ তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও আমানতের মধ্যে ২০ হাজার কোটি টাকার ব্যবধান রয়েছে। এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে নতুন শেয়ার ইস্যু করে এই ব্যবধান কমানো হবে বলে জানান তিনি।
তিনি বলেন, এস আলম গ্রুপের শেয়ারের ফেস ভ্যালু মূল্যে ১ হাজার ৬০০ কোটি টাকার শেয়ার রয়েছে, যার বাজার মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার কোটি টাকা নতুন শেয়ার ইস্যু করে তোলা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ব্যাংকটি আইএফসি এবং সৌদি বিনিয়োগকারী আল রাজি গ্রুপের মতো সাবেক বিদেশী শেয়ারহোল্ডারদের সাথে যোগাযোগ করবে এবং জানুয়ারির মধ্যে তাদের আবার বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাবে।
ইসলামী ব্যাংকের বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, আগের বিদেশি বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করা হলে ব্যাংকটির বিশ্বাসযোগ্যতা বাড়বে।