বাসস
  ২১ নভেম্বর ২০২৪, ২১:৫৯

পর্যটনের উন্নয়নে আটাব ও বেইজিং কালচার অ্যান্ড ট্যুরিজম ব্যুরো’র এমওইউ স্বাক্ষর

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ (বাসস) : দুই দেশের মধ্যে পর্যটনের প্রসার ক্ষেত্রটিকে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে দ্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এবং বেইজিং কালচার অ্যান্ড ট্যুরিজম ব্যুরো আজ বেইজিংয়ে দ্বিপাক্ষিক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।  

এখানে প্রাপ্ত এক তথ্যে  বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের  লক্ষ্য বাণিজ্য মিশন এবং প্রতিনিধিদলের বিনিময় সহজতর করা, তথ্য বিনিময়, উভয় দেশের ভ্রমণকারীদের চাহিদা পূরণ  এবং প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। 

আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ এবং বেইজিং কালচার অ্যান্ড ট্যুরিজম ব্যুরো’র পরিচালক ওয়ান ওয়েই নিজ নিজ পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এবং সহ সভাপতি আবু জাফরসহ অন্যান্য সদস্যরা  সময় উপস্থিত ছিলেন ।

আটাব সভাপতি বলেন, ‘এই সমঝোতা স্মারকটি বাংলাদেশ ও চীনের মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ক্ষেত্রে একটি মাইলফলক।  এটি উভয় দেশের ভ্রমণকারী এবং পর্যটন স্টেকহোল্ডারদের স্বার্থকে এগিয়ে নিতে  আমাদের একই ধরনের অঙ্গীকারকে প্রতিফলিত করে’। 

এই চুক্তি উদ্ভাবনীমূলক উদ্যোগ এবং অভিজ্ঞতা ভাগাভাগিতে উভয় দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের জন্য লাভজনক  সহযোগিতার জন্য নতুন পথ উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।