শিরোনাম
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ (বাসস) : ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেছেন, ফলপ্রসূ আন্ত:সীমান্ত বাণিজ্যের জন্য বিদেশী ব্যবসায়িক অংশীদারদের সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আজ আইসিসি বাংলাদেশ, আন্তর্জাতিক ঋণমান নির্ধারক সংস্থা মুডি'স এবং আইসিসি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) যৌথ আয়োজনে ‘আন্তর্জাতিক লেনদেন বাণিজ্যের অর্থায়নে আইনী প্রতিবন্ধকতা ও নিষেধাজ্ঞা ব্যবস্থা এবং প্রয়োজনীয় বিষয়সমূহ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান এ কথা বলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের অর্থায়ন বৈশ্বিক বাণিজ্য সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্ত এটি একটি জটিল আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়। এই কাঠামো নির্ধারিত হয় নিয়ন্ত্রক সংস্থার বাধ্যবাধকতা অনুসরণের মাধ্যমে, যার মধ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকে। এটি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসাগুলোর জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে।
তিনি বলেন, ‘অন্য দেশগুলোর সঙ্গে দিন দিন বাংলাদেশের আন্ত:সীমান্ত বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতা বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ার জন্যও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। অতএব, ফলপ্রসূ আন্ত:সীমান্ত বিদেশী ব্যবসায়িক অংশীদারদের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন।
আইসিসিবি সভাপতি আরও বলেন, তাই, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িকদের অবশ্যই নিষেধাজ্ঞাগুলো নির্দিষ্ট দেশ, সংস্থা বা ব্যক্তিদের লক্ষ্য বস্তুতে পরিনত করতে পারে এবং প্রায়শই অঞ্চলগুলোর মধ্যে পার্থক্য হতে পারে, যার ফলে সম্মতি নিশ্চিত করতে জটিলতা দেখা দেয়।
মধ্যপ্রাচ্য ও ভারতে মুডি'স ফাইন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্সের ইন্ডাস্ট্রি প্রাকটিস লিড এবং ডিরেক্টর মোহাম্মদ দাউদ এবং আইসিসি ইউএই’র ডিরেক্টর ভিনসেন্ট ওব্রায়েন সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিসি বাংলাদেশ সেক্রেটারি জেনারেল আতাউর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ব্যাংক, বিভিন্ন ধরণের আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মোট ১০৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
কর্মশালায় আধুনিক বাণিজ্যে অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিংসহ (টিবিএমএল) বিভিন্ন বিষয়ে চারটি সেশন অনুষ্ঠিত হয়।