শিরোনাম
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের পরিধি প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
রাজধানীতে সৌদি দূতাবাস কার্যালয়ে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের সঙ্গে গতকাল সোমবার সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিষয় এবং সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে বেসরকারি খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
মোহাম্মদ আলী দ্বীন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার উন্নয়নে সিআইএস-বিসিসিআই’র ভূমিকা তুলে ধরেন।
তিনি বিশ্বাস করেন, সৌদি আরবের সাথে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণে সংস্কৃতি, খেলাধুলা এবং পর্যটনে সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে সিআইএস-বিসিসিআই পরিচালক মো. হাসান আলী, মো. ফারুকুল ইসলাম শোভা, খান মো. ইকবাল ও মো. রাজিব পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।