বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫

শেরপুরে বাজার নিয়ন্ত্রণে মতবিনিময়

শেরপুর, ৪ ডিসেম্বর, ২০২৪ (বাসস): জেলায় আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্যে নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় দুপুর ১টায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শেরপুর জেলার সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান,  কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

বক্তারা বলেন, সিন্ডিকেট ব্যবসার কারনে প্রতিনিয়ত শেরপুর জেলায় নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বোতলজাত সয়াবিনের থেকে খোলা সয়াবিনের দাম বেশি। মাছ, ডিম, আলু, বেগুনসহ সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী।  তাই আসন্ন রমযানে যেন সব কিছুর দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিৎ।

সভায় ব্যবসায়ী  মাসুদুর রহমান, স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লাল চাঁন ফকির, ফল ব্যবসায়ী আব্দুল হালিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।