বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২০

আফসারুল আরিফিনের মৃত্যুতে ডিসিসিআই’র শোক

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মহাসচিব আফসারুল আরিফিনের (৫৬) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ডিসিসিআই। 

আজ এক শোক বার্তায়- ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যগণ মরহুম আফসারুল আরিফিনের রুহের শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর মতিঝিলস্থ মোহামেডান স্পোটিং ক্লাবে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর ১১ নম্বরে অবস্থিত জান্নাতুল মাওয়া কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আফসারুল আরিফিন ২০২০ সাল থেকে ঢাকা চেম্বারের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রায় তিনদশক ধরে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে বিশেষ করে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোতে কাজের মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা এবং পরিচিতি লাভ করেন।