শিরোনাম
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : ইউক্রেন থেকে আমদানিকৃত সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে।
বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে খাদ্য শস্য আমদানির প্রথম চালান এটি।
আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু করা হবে। জাহাজে রক্ষিত গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।