শিরোনাম
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নিজেদের সব কর্মীর জীবন বীমা সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক।
এ চুক্তির ফলে, ঢাকা ব্যাংকের ১ হাজার ৯৮০ জনের বেশি কর্মী গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে বীমার আর্থিক সুরক্ষা পাবেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ও মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে ঢাকা ব্যাংক।
এ বিষয়ে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে অনন্য উৎকর্ষের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে ঢাকা ব্যাংক। আমাদের কর্মী ও তাদের পরিবারের জন্য মেটলাইফের বীমা নিশ্চিত করার মাধ্যমে যারা প্রতিষ্ঠানের সাফল্যে নিবেদিতভাবে অবদান রেখে চলেছেন, তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’
মেটলাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘কর্মীদের সুস্থতা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা ঢাকা ব্যাংককে অভিনন্দন জানাই। একটি সুরক্ষিত ও স্থিতিশীল ভবিষ্যৎ তৈরিতে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ।’
১৯৯৫ সাল থেকেই বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে ঢাকা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি লক্ষাধিক গ্রাহককে সম্পূর্ণ পরিসরে ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি তাদের জন্য বিনিয়োগের সুযোগ তৈরিতে কাজ করে।
বাংলাদেশে মেটলাইফ ১০ লাখেরও বেশি ব্যক্তি ও নয়শ’র বেশি প্রতিষ্ঠানের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে আসছে। গত ৬ বছরে মেটলাইফ বাংলাদেশ ১০ হাজার ৫০০ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, শেখ আব্দুল বাকির ও এম. মইন উদ্দীন, মেটলাইফ বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দীন, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিসটেন্ট ডিরেক্টর মনিরুল ইসলাম এবং এমপ্লয়ি বেনিফিটসের ম্যানেজার এস. এম. শাহরিয়াজ আরাফাত উপস্থিত ছিলেন।