শিরোনাম
ঢাকা, ১২ জানুয়ারি ২০২৫ (বাসস): গ্যাস সংকট সমাধানে ৫ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিপিজিএমইএ)। আজ রোববার পল্টনে বিপিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন সংগঠনটির সভাপতি সামিম আহমেদ।
প্রস্তাবগুলো হলো নতুন কূপ খননে আরো বিনিয়োগ ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া সরকার কর্তৃক ১৫০টি কূপ খননের প্রস্তাব সমর্থনযোগ্য কিন্তু দ্রুততার সাথে এই খনন শেষ করতে হবে।
মিয়ানমার থেকে গ্যাস আমদানি চুক্তি করতে হবে। মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও গত ৫০ বছরে সে দেশ থেকে কোনো গ্যাস আমদানি করেনি বাংলাদেশ। এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি নেই। অথচ পাইপ লাইনের মাধ্যমে চীন তার মোট গ্যাস চাহিদার ৬ শতাংশ এবং থাইল্যান্ড ২২ শতাংশ মিয়ানমার থেকে আমদানি করে থাকে। এটি আমাদের জন্য বিরাট ব্যর্থতা। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে এলএনজি আমদানি থেকে শুল্ক-কর প্রত্যাহার করাসহ নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ করে আমদানি বাড়ানো এবং দেশের শিল্পায়ন ও বিনিয়োগের স্বার্থে বর্তমান গ্যাসের মূল্য অপরিবর্তিত রাখা এবং পরবর্তিতে স্টেকহোল্ডারদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে বাস্তবতার নিরিখে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়।