বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৭

সাফল্য অর্জনে শহীদ জিয়ার মুক্তবাজার অর্থনীতিতে ফিরতে হবে : চসিক মেয়র

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৫’-এর উদ্বোধন করেন। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাফল্য অর্জনে আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তবাজার অর্থনীতিতে ফিরে যেতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ১৯৭৫ সালের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি উন্মুক্ত করেছেন, যার ধারাবাহিকতায় অর্থনীতির জিডিপিতে, মানবসম্পদ, কৃষি এবং গার্মেন্টস সেকশনে যে অভূতপূর্ব সাফল্য এসেছিল, সেই সাফল্য অর্জনে আমাদের মুক্তবাজার অর্থনীতিতে ফিরে যেতে হবে।

ডা. শাহাদাত বলেন, আজ বিভিন্ন কারণে ছোট-মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছে। বড়-বড় ব্যবসায়ীরা তাদের ফায়দা নেওয়ার জন্য রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ট্যাক্স মওকুফ করিয়েছে। তাদের নিজেদের স্বার্থের জন্য তারা কম্প্রোমাইজ করেছে। কিন্তু গত ১৬ বছরে ছোট-মাঝারি ব্যবসায়ীদের তারা ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম অনেক পুরানো নগরী। এটা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। এক সময় মিয়ানমারের সঙ্গে চট্টগ্রামের একটা ব্যবসার সংযোগ ছিল। সেই ব্যবসাটা বাড়তে-বাড়তে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রামের সুনাম ব্যবসায়িকভাবে ছড়িয়েছে।
চট্টগ্রাম আজ বাণিজ্যিক নগরের পাশাপাশি পর্যটন নগরীও। কিন্তু সেটাকে আমরা সেভাবে ফোকাস করতে পারি নাই। এটাকে ফোকাস করতে হবে, বলেন চসিক মেয়র।

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে ও স্বপ্না জিমি ও শিশির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

এতে বক্তব্য রাখেন- পাকিস্তানের ব্যবসায়ী আফসা মনসুর, ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর, মেলা আয়োজক কমিটির সদস্য ফেরদৌস আহমেদ লিটন, এনায়েত হোসেন ফোরকান ও জুনায়েদ আহমেদ প্রমুখ।

মেলায় ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরান ও চায়নাসহ দেশি-বিদেশি দুই শতাধিক দোকান রয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ টিকিট ২০ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে বলে জানান আয়োজকরা।