শিরোনাম
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংকের পে-রোল চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ লিমিটেড। এই অংশীদারিত্ব বিকাশের কর্মকর্তাদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও বেতন প্রক্রিয়াকরণের দক্ষতা বৃদ্ধিতে একটি মাইলফলক। রোববার প্রাইম ব্যাংকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ চৌধুরী এবং বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ইভিপি ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান মামুর আহমেদ, ভিপি ও পে-রোল ব্যাংকিং প্রধান হাসিনা ফারদৌস, এসভিপি (বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট) অনুপ কান্তি দাস এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (পে-রোল ব্যাংকিং) মুশফিক আহমেদ ফাহিম। বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এইচআর বিভাগের প্রধান মাহমুদ আবদুল্লাহ হারুন।
এই চুক্তির অধীনে, প্রাইম ব্যাংক বিকাশের কর্মকর্তাদের জন্য একটি নিরবিচ্ছিন্ন পে-রোল ব্যবস্থাপনা সমাধান প্রদান করবে, যা বেতন বিতরণ সহজতর করার পাশাপাশি বিশেষ ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। এছাড়াও বিকাশের কর্মীরা দ্রুত ও নিরাপদ বেতন স্থানান্তর, ব্যক্তিগত ব্যাংকিং সেবার সুবিধা এবং আর্থিক পরামর্শ সেবা পাবেন।